Welcome! For visit my site...

আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খেলুন বুদ্ধির খেলা KBC.


হ্যালো বন্ধুরা কেমন আছেন। আসাকরি ভালোই আছেন। আপনারা অনেকেই টিভিতে দেখেছেন অমিতাফ বচ্চনের দারুন একটি বুদ্ধির গেমস কে হবে কটিপতি। অবশ্য এই সিরিয়ালটি বাংলাদেশেও হয়েছে এটির উপস্থাক ছিলেন আসাদুজ্জামান নুর। বন্ধুরা যারা টিভি সিরিয়ালে এই শো খেলতে পারেননি তাদের জন্য আজকের এই পোষ্ট। যাই হক এই গেমটি খেলতে হলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। খেলার নিয়ম হচ্ছে আপনাকে প্রশ্ন করা হবে এবং আপন‍ার সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। এখানে লেভেল ১ প্রশ্ন ৪টা টাকার পরিমান 40,000 এভাবে প্রতিটা লেভেল খেলাতে হবে। আপনি এই লাইফলাইন ব্যবহার করে প্রশ্ন পরিবর্তন করতে পারেন। দর্শকের কাছ থেকে সাহায়্যে নিতে পারবেন। আপনি যে কোন সময় খেলা ছেড়ে দিতে পারবেন। এবং যে প্রযন্ত গেমটি খেলবেন সেই প্রযন্ত টাকা পাবেন। বন্ধুরা গেমটি অসাধারণ না খেললে মিস করবেন। নিচের লিংক থেকে ডাউনলোড করুন। ভালো লাগলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।

Share on Google Plus

0 comments: