Welcome! For visit my site...

কিভাবে জানবেন কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা !



১. পিসিতে পাওয়ার আসবে না
২.পিসি মাঝে মাঝে রির্স্টাট হয় বা ৫-১০ মিনিট পর পর
৩. কোন ভাবে মনিটর এর WINDOWS এর DISPLAY আসবে না ।
৪. প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু আবার OFF হয়ে যাই
৫.পাওয়ার সুইচ এ চাপ দিলে কম্পিউটার অন হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়।
৬.পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু DISPLAY আসে না icon sad পাওয়ার সাপলাই পিসির যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

>>পাওয়ার সাপলাই কি ভেবে নষ্ট হয়:
১.ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে বিদ্যুত চলে গেলে বা load shedding বার বার ঘটলে ।
২. ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে ও হাই ভোল্টেজ হলে
৩. পাওয়ার ক্যাবল জোরে টান দিয়ে খুললে ,
৪.পাওয়ার সাপলাই এর ধারন ক্ষমতার বেশি যন্তু পিসি তে ব্যবহার হলে ,

>> কিভাবে power supply unit চেক করবেন
> কেসিং এর ভিতরে থাকা পাওয়ার সাপলাই মাদারবোর্ড থেকে আলাদা করুন ।
> সিলেক্ট করা যায়গায় চাপ দিয়ে টানদিন খুলে যাবে। ভয় পাবেন না কারন এটা ভয় পাবার মতো কোন কাজ নয়। এর পর পাওয়ার সাপলাই চেক করুন।
> কালো আর সবুজ তার দুটি সুইচিং করেদিন ২’’ পরিমান তার নিন দুই মাথায় অবস্যই কাভার ছারিয়ে নিন। যাতে ভিতরের অংশ দেখা যায়। এরপর কালো আর সবুজ তারের সাথে চিত্রের ন্যায় লাগিয়ে দিন। এর পর দেখবেন পাওয়ার সাপলাইটি চালু হবে যদি ভাল থাকে।আর খারাব থাকলে তো চলবে না। খারাপ হলে নতুন একটি লাগিয়ে ‍নিন।
> র‌্যামে জদি কার্বন ধরে তবে ডিসপ্লে আসবেনা । মাদারবের্ডে লাগানো থাকা র‌্যাম খুলুন সাবধারে খুলবেন র‌্যাম এর দুইমাথায় লক আছে সেখালে হালকা করে চাপ দিন খুলে যাবে। এরপর পেন্সিল এর লেখা মুছার রাবার দিয়ে র‌্যামের দাত গুলো হালকা ভাবে ঘসে দিন । এর পর আবার লাগিয়ে ‍দিন। খেয়াল করে লাগাবেন। আপনি যদি ঠিকমত না লাগাতে পারেন তবে পুবে যেতে পারে। এরপর দেখুন কাজ হয় কিনা।
> প্রতিটি মাদারবের্ডের সাথে একটি ব্যাটারি দেখতে পাবেন এবং ব্যাটারির আসেপাশে একটি ক্যাপ দেখবেন যার নাম ( জামপার ) টানদিয়ে খুলে ফেলুন এরপর ঔখানে মোট তিনটি পিন আছে যে পিনটি খালি ছিল সেই পিন আর মাঝখানের পিনে জামপার টি লাগিয়ে ‍দিন এরপর খুলেফেলুন। এখন আবার আগের মত লাগিয়ে ‍দিন। ব্যাস এবার কাজ সেশ। এরপর চালু করেদেখুন।
> আপনি যদি সব ঠিকঠাক মত করতে পারেন তবে কাজ হয়ে জাবে। এরপর ও যদি চালু না হয় তবে আপনাকে বুঝতে হবে হার্ডওয়্যার এর কোন অংশ নস্ট হয়েগেছে। তখন আপনার আরকিছু করার নেই তখন সার্ভিস করাতে হবে।
>এরকম যদি হয় আপনার পিসির অবস্তা তাহলে এটি নস্ট হতে ‍বেশি সময় লাগবেনা। এই ধুলো পিসির বড় সত্রু সবসময় পরিস্কার রাখুন।




Share on Google Plus

0 comments: