Welcome! For visit my site...

ল্যাপটপের ব্যাটারির ব্যবহার যেভাবে।

ব্যাটারির চার্জ যতক্ষণ থাকার কথা, ততক্ষণ থাকছে না। ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। ল্যাপটপের ব্যাটারি নিয়ে এমন কথা প্রায়ই শোনা যায়। ব্যাটারির কিছু যত্ন নিলে আর ঠিকঠাক এটি ব্যবহার করলে অনেক সমস্যাই দূর হয়ে যায়।

ব্যাটারির সাধারণ যত্ন


l পরিবেশগত বাহ্যিক তাপ ব্যাটারির শক্তিকে কমিয়ে দেয়। তাই সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার করবেন না।
l চার্জের জন্য ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করুন।
l ল্যাপটপের ভেতরের তাপ যাতে সহজে বাইরে বের হয়ে আসে, এ জন্য বাতাস বেরোনোর রাস্তা পরিষ্কার রাখতে হবে।
l পাতলা কাপড়ে তরল পরিষ্কারক এয়ার ভেন্ট এবং ব্যাটারির সেল মুছে নিতে পারেন।
l চার্জ প্রায় ৪০ শতাংশ রেখে ব্যাটারি খুলে শুষ্ক ও খোলামেলা জায়গায় রাখলে সেলের মান বাড়ে।
যা যা করা যাবে না
l এক্সটারনাল যন্ত্রাংশ বেশি পরিমাণে বিদ্যুৎশক্তি অপচয় করে থাকে। বহনযোগ্য হার্ডডিস্ক থেকে সরাসরি ফাইল না খুলে কপি করে তারপর কাজ করুন।l স্ক্রিন সেভার বেশি চার্জ খরচ করে। তাই এটি বন্ধ রাখুন।
l ল্যাপটপের সিডি বা ডিভিডি ড্রাইভে অযথা কোনো ডিস্ক রাখলে ডিস্ক ঘোরার সময় চার্জ খরচ হয় বেশি।
l গ্রীষ্মকালে গাড়িতে ল্যাপটপ চালালে অতিরিক্ত গরমে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়; তাই এটি করা যাবে না।


Share on Google Plus

0 comments: